শহর ঢাকায় ঘাসের বাজার

শহর ঢাকায় ঘাসের বাজার

বায়ান্নো বাজার তেপ্পান্নো গলির শহর ঢাকা। তাই নানা হাটবাজার রয়েছে এই ঢাকায়। একটু খেয়াল করলে পাবেন ঘাসের বাজারও। এই ঘাস গবাদিপশুর জন্য কিনে নিয়ে যায় মানুষ। ঈদুল আজহার আগে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে যেখানে সেখানে এই ঘাসের বাজার বসে যায়। যেখানে মিলে খড়, ঘাস, কাঁঠাল পাতার মতো গরু ছাগলের খাবার।

এই ঢাকা মহানগরে কিন্তু সারা বছরের ঘাসের বাজারও পাবেন। নগরের দোয়েল চত্বরের উত্তর পাশের তিন নেতার মাজারের পাশের ফুটপাতে দুপুরের পরে গেলেই দেখা মেলে স্তপকৃত ঘাসের। তবে এক সাথে এত দুমড়ে মুচড়ে যাওয়া ঘাস দেখে প্রথম কিছু আঁচ করা যাবে না। নগরে যারা গৃহপালিত পশু পালন করেন তারা ছুটে যায় সেখানে। আর বেচাবিক্রি দেখে তা সহজে বুঝা যায়।

এই বাজারের ঘাস সংগ্রহ করা হয় সাভার থেকে বলে জানালেন একজন ঘাসবিক্রেতা মোহাম্মদ হাসান। আরো অনেকেই প্রতিদিন রাত তিনটার দিকে ভ্যান নিয়ে রওনা দেন সাভারের উদ্দেশ্যে। ঘাস নিয়ে ফিরে আসেন দুপুরের আগেই, তারপর ক্রেতার আশায় বসে পড়েন এই ফুটপাতে। প্রতি বস্তা ঘাস বিক্রি হয় ২০০ টাকায়। যাদের ঘাস দরকার তাদের ঢুঁ মারতেই হয় এই বাজারে।

#টিএমএইচ/১৭ ০৮ ২০১৯/বিবি


আল-আমিন হক
Published at: শনি, আগষ্ট ১৭, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!