লেনদেনে এগিয়ে বেক্সিমকো ফার্মা

লেনদেনে এগিয়ে বেক্সিমকো ফার্মা

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ৭৪ লাখ ৭ হাজার ৮৮৭টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৩৩ লাখ ১৯ হাজার ৪১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৮০ লাখ টাকা।

গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৮৪ হাজার ৮৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮ কোটি ১ লাখ ৭০ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে ইন্দো বাংলা ফার্মা, স্কয়ার ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ওয়াটা কেমিক্যাল, লিন্ডে বাংলাদেশ, দ্য একমি ল্যাবরেটরিজ ও সিটি ব্যাংক লিমিটেড।

#এসকেএস/বিবি/০৫ ০৭ ২০২০


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: শনি, জুলাই ৪, ২০২০ ১:১৪ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!