মিশরের পেঁয়াজ ৮০ টাকা

মিশরের পেঁয়াজ ৮০ টাকা

দেশে আর এক সপ্তাহের মধ্যে মিশরের পেঁয়াজ আসবে। এর পরেই দাম কমে হবে ৮০ টাকা। তবেএর জন্য আরও একটা মাস করতে হবে। কারণ আমাদের নিজেদের (পর্যাপ্ত পেঁয়াজ মজুদ) নেই।

২৭ অক্টোবর চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে বাংলাদেশ ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারের (বিআইটিএফ) উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। । চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে।


পেঁয়াজে ভারতনির্ভরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, চাল আমাদের উদ্বৃত্ত। আলু আমাদের ৩০ লাখ টন উদ্বৃত্ত। আমরা ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে চাই তা না, আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে চাই। আমাদের সব চেষ্টা হলো আগামীতে যেন নিজেরাই এসব জিনিস উৎপাদন করতে পারি।

বাজার মনিটরিং প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, মজুদকারীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিচ্ছি। সমস্যাটা হচ্ছে হঠাৎ করে চাপ দিলে তারা বিগড়ে গেলে মানুষের কষ্ট আরও বাড়বো। এদিকে চাপের কারণে কিছু পেঁয়াজ পচেও গেছে। আমরা বাজার মনিটরিং করতে যাই।

কিন্তু কাউকে জেলখানায় নিয়ে ভরবো সেই রকম মানসিকতা নেই। আমরা তাদের প্রোঅ্যাকটিভ করতে চাই, বোঝাতে চাই। তাতে কিছু কাজ হয়েছে। সবচেয়ে বড় কথা, সমস্যাটা আরও এক মাস থাকবে। মিশরের পেঁয়াজ ঢুকলে দাম কমে আসবে।
#এসএস/বিবি/২৭ ১০


অর্থনীতি ডেস্ক, বিবি
Published at: রবি, অক্টোবর ২৭, ২০১৯ ২:৩৩ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!