ডিএমডি হলেন কাউসার

ডিএমডি হলেন কাউসার

একেএম সায়েফ উল্লাহ কাউসারকে উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে সিটি ব্যাংক। সম্প্রতি তাকে এই পদোন্নতি দেওয়া হয়। তিনি একই ব্যাংকে সিনিয়র এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সায়েফ ২০১৯ সালে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্সের প্রধান হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন। ব্যাংকের একটি শক্তিশালী ঝুঁকিভিত্তিক অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম পুনর্গঠনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সায়েফ এর আগে সিটি ব্যাংক এনএ (বাংলাদেশ ও ফিলিপাইন), প্যাসিফিক বিডি টেলিকম লিমিটেড এবং কেপিএমজির (বাংলাদেশ ও কাতার) বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।
তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব ইংল্যান্ড এবং ওয়েল্সের (আইসিএইইউ) অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট।
#তমহ/বিবি/১৭ ০৯ ২০২৩


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: শনি, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৩:১৫ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!