লেনদেন সাড়ে ১৯% বৃদ্ধি

লেনদেন সাড়ে ১৯% বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের উত্থান দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ১৯ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। তবে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ২৭ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৬ হাজার ২৫২ দশমিক ৫৬ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ দশমিক ৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ বেড়ে এক হাজার ৩৬০ দশমিক ৭৩ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৬ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে দুই হাজার ১১৫ দশমিক ২৭ পয়েন্টে স্থির হয়। মোট ৪০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত ছিল ২১৮ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ২৬টির। দৈনিক গড় লেনদেন হয় ৪৫৫ কোটি ৯৯ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৩৮১ কোটি ৫৮ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ১৯ দশমিক ৫০ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ২৭৯ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৯০৭ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে, যা শতাংশের হিসাবে ১৯ দশমিক ৫০ শতাংশ।

#তমহ/বিবি/০৯ ১২ ২০২৩


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: শনি, ডিসেম্বর ৯, ২০২৩ ৮:৪৪ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!