কর্ণফুলীতে ১০ টন তেল

কর্ণফুলীতে ১০ টন তেল

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনায় দেশ ১ এর ট্যাংকার ফুটো হয়ে প্রায় ১০ টনের মতো তেল (ডিজেল) কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়ে। ২৫ অক্টোবর ভোরে এ ঘটনা ঘটে।


দুর্ঘটনায় ফুটো হয়ে তেল ছড়িয়ে কর্ণফুলী নদী দূষণের অপরাধে তেলবাহী জাহাজ ‘এমটি দেশ ১’ কর্তৃপক্ষকে তিন কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

২৭ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এমটি দেশ ১ এর মালিকপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি শেষে পরিচালক আজাদুর রহমান মল্লিক এ জরিমানা করেন।

অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোরে ভারি জ্বালানিবাহী লাইটার জাহাজ এমটি দেশ ১ এবং ভোজ্য তেলবাহী অপর জাহাজ সিটি ৩৮ এর মধ্যে সংঘর্ষ হয়।

“সংঘর্ষে দেশ ১ এর জ্বালানি তেল কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়ে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির বিষয়টি শনিবার সরেজমিনে পরিদর্শন করে প্রমাণ মেলে। একারণে জাহাজ দুটির প্রতিনিধিকে রোববার শুনানিতে হাজির হতে নোটিস দেওয়া হয়।”

সংযুক্তা দাশগুপ্তা বলেন, “ভারি জ্বালানি তেল নদীতে নির্গমনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির অপরাধে শুনানি শেষে এমটি দেশ ১ কর্তৃপক্ষকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করে তা অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়।”

দেশ ১ নারায়ণগঞ্জের মেসার্স অগ্রগামী শিপিং লাইন্সের অধীন এবং প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ নাসির উদ্দিন।চট্টগ্রাম বন্দরের বে ক্লিনার দিয়ে নদী থেকে ভাসমান তেলের প্রায় আশি শতাংশ তুলে ফেলা হয় বলে শনিবার জানানো হয়।
#এসএস/বিবি/২৭ ১০ ২০১৯


দেশজুড়ে ডেস্ক, বিবি
Published at: রবি, অক্টোবর ২৭, ২০১৯ ৯:১৬ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!