লোকসানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক!

লোকসানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক!

সুদের খরচ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের লোকসান হয়েছে ১০ হাজার কোটি ডলার। সম্প্রতি ফেডারেল রিজার্ভ নিজেই এ তথ্য প্রকাশ করেছে।

তথ্য অনুযায়ী, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক বন্ডে এবং আর্থিক খাতে সেবা দিয়ে যে পরিমাণ সুদ আয় করেছে তার চেয়ে বেশি ব্যয় করতে হয়েছে। যদিও এটি কীভাবে কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। কিছু পর্যবেক্ষক মনে করেন, ফেডের লোকসান আরও এক বছর আগে শুরু হয়েছিল। লোকসানের পরিমাণ কমানোর আগে যার পরিমাণ দ্বিগুণ হতে পারে।

ফেডারেল রিজার্ভের সাবেক শীর্ষ কর্মকর্তা উইলিয়াম ইংলিশ বলেছেন, ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ২০ হাজার কোটি ডলারের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এদিকে পূর্বাভাসকারী প্রতিষ্ঠান এলএইচ মেয়ারের ডেরেক ট্যাং বলেছেন, আগামী বছরের মধ্যেই ১৫ হাজার কোটি থেকে ২০ হাজার কোটি ডলারের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

জানা যায়, ফেডের জন্য অর্থ হারানো খুবই বিরল। কিন্তু একই সময়ে পরিস্থিতি কোনোভাবেই আর্থিক নীতি পরিচালনার এবং তার লক্ষ্য অর্জনের ক্ষমতাকে ব্যাহত করবে না বলে অনেকবার সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

#তমহ/বিবি/১৭ ০৯ ২০২৩


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: শনি, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৩:৩২ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!