রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি?

বাংলাদেশের একটি সংস্থা রাশিয়া ও ইউরোপে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনকে প্রলুব্ধ করলেও পরে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করেছে বলে যে খবর বেরিয়েছে সরকার তার তদন্ত শুরু করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ নিশ্চিত করেছেন যে, মন্ত্রণালয় এ বিষয়ে মস্কোর বাংলাদেশ দূতাবাসের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে।
মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, আমরা আরও জানতে পেরেছি যে গত সপ্তাহে রাশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আলম বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে কর্তৃপক্ষকে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পর্যটক ভিসায় রাশিয়ায় ভ্রমণকারী অথবা বৈধ রাশিয়ান ভিসাধারী নাগরিকদের উপর নজর রাখা যায়।
এর আগে, সোলাইমান কবির নামে একজন বাংলাদেশি নাগরিককে এক পাচারকারী প্রতারণা করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করে বলে জানা গেছে।
পরে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মস্কোতে বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নিলে পরবর্তীতে নিরাপদে তার দেশে ফিরে আসার সুযোগ করে দেয়া হয়।
আলম বলেন, মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অন্য যেকোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দেশে ফিরে আসার জন্য সাহায্য করতে প্রস্তুত রয়েছে। [বাসস থেকে]
#তমহ/বিবি/১০ফেব্রুয়ারি২০২৫
Share with others:

Recent Posts
Recently published articles!
-
ক্যাম্পাস ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি