পুঁজিবাজারের ব্যাংক: বিদেশি বিনিয়োগ কমছে

পুঁজিবাজারের ব্যাংক: বিদেশি বিনিয়োগ কমছে

বিভিন্ন সংকটে দেশের ব্যাংক খাত কঠিন সময় পার করছে। এমন পরিস্থিতিতে দেশে ব্যাপকহারে কমছে বিদেশি বিনিয়োগ। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৪টি ব্যাংকের মধ্যে বিদেশি বিনিয়োগ টানতে পেরেছে মাত্র ২৭টি ব্যাংক। এর মধ্যে ১৮ ব্যাংকে বিদেশি বিনিয়োগ কমেছে।

বিদেশি বিনিয়োগ কমে যাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- এবি ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

বিনিয়োগ কমার বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, শুধু ব্যাংক খাত থেকেই বিদেশিরা টাকা তুলে নিচ্ছে না। মার্কেটের অন্য খাতের শেয়ারও তারা বিক্রি করছে। বিদেশিরা ভারত ও পাকিস্তানের বাজার থেকেও বিনিয়োগ তুলে নিয়েছে। তবে বাংলাদেশের পুঁজিবাজার থেকে একটু বেশিই বিনিয়োগ তুলেছে। এসব বিনিয়োগকারীরা আবার কখন আমাদের মার্কেটে বিনিয়োগ করবে তা কেউ বলতে পারে না। আমাদের মার্কেটে শক্তিশালী ফান্ডামেন্টাল নেই। ব্যাংকিং খাতে মোটেও নেই। অন্যান্য দেশের ব্যাংকিং খাতের অবস্থা আমাদের মতো এতটা খারাপ না। সেসব দেশের ব্যাংকের শেয়ারের দাম আরও অনেক বেশি। 

ডিএসইর তথ্য মতে, ২০২১ সালের ডিসেম্বর শেষে এবি ব্যাংকের দশমিক ৮৮ শতাংশ শেয়ার বিদেশিদের দখলে ছিলো। তবে চলতি অর্থবছরের নভেম্বর শেষে ব্যাংকটিতে বিদেশি বিনিয়োগ কমে দাড়িয়েছে দশমিক ৭৯ শতাংশে। গত বছর শেষে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে বিদেশি বিনিয়োগ ছিলো দশমিক ৫২ শতাংশ, নভেম্বর শেষে পরিমাণ কমে দাড়ায় দশমিক ৪৮ শতাংশে। ব্র্যাক ব্যাংকের বিদেশি বিনিয়োগ গত বছরের ডিসেম্বরের তুলনায় নভেম্বর শেষে ৩ দশমিক ৮৫ শতাংশ কমে দাড়িয়েছে ৩৪ দশমিক ০৪ শতাংশে। একই সময়ে ইস্টার্ণ ব্যাংকের বিদেশি বিনিয়োগ দশমিক ১৪ শতাংশ কমে ০.১৯ শতাংশে নেমেছে। এসময় বেসরকারি খাতের প্রিমায়র ব্যাংকেরও বিনিয়োগ কমেছে দশমিক ৮৭ শতাংশ।

#তমহ/বিবি/২৪-১২-২০২২

ক্যাটেগরী: শেয়ারবাজার

ট্যাগ: শেয়ারবাজার

শেয়ারবাজার ডেস্ক, বিবি শুক্র, ডিসেম্বর ২৩, ২০২২ ১২:১৯ অপরাহ্ন

Comments (Total 0)