কোন পথে আদানি?
ঝড়ো বেগে উত্থান আদানি গ্রুপের। পতনও যেন সেভাবেই। শেয়ারবাজারে গ্রুপটির ধস অব্যাহত। কোনওভাবেই থামছে না। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তো আদানি গ্রুপের যে সাতটি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত রয়েছে, সেগুলির মধ্যে পাঁচটি সংস্থাই ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমেছিলো।
৩ ফেব্রুয়ারি শুক্রবার আদানি এন্টারপ্রাইজের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১,৪০৮.২৫ টাকা। যা ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর। যাতে শেয়ারের ১০ শতাংশ পতন হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেয়ার বাজারে নথিভুক্ত আদানি গ্রুপের সাতটি সংস্থার মূলধন ১০০ বিলিয়ন ডলার কমে গিয়েছে। সেটাও হয়েছে মাত্র ছয়দিনে।
'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ মিন্ট' র প্রতিবেদন অনুযায়ী, আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনস লিমিটেড এবং অম্বুজা সিমেন্টের উপর বাড়তি নজরদারি চালু করছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। যা ৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর মানে তিনটি সংস্থার শেয়ারের উপর আরো কড়া নিয়ম জারি করছে এনএসই। এ পরিস্থিতি কোন পথে যাচ্ছে আদানি গ্রুপ? কী হবে সাধারণ বিনিয়োগকারীদের?
#তমহ/বিবি/০৬ ০২ ২০২৩
Share with others:
Recent Posts
Recently published articles!
-
প্রবাস ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি