দেশে বেকার সংখ্যা বৃদ্ধি...
তিন মাসের ব্যবধানে বছরের প্রথম প্রান্তিকে দেশে বেকারের সংখ্যা বেড়েছে ২ লাখ ৭০ হাজার। বেকারত্বের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৫১ শতাংশে। ২ মে মঙ্গলবার সকালে রাজধানীর এনইসিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপের এসব তথ্য জানানো হয়। এসময়, আগামীতে বেকার মানুষের সংখ্যা কমে আসবে বলে আশা করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
এই প্রথম ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ প্রকাশ করলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। জরিপের তথ্যানুসারে, বর্তমানে দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ৩৬ লাখ, যা মোট জনসংখ্যার অর্ধেকের কাছাকাছি। আর কর্মে নিয়োজিত জনগোষ্ঠী ৭ কোটি ১১ লাখ।
বিবিএস বলছে, বেকার জনগোষ্ঠী মূলত তাঁরাই, যাঁরা গত সাত দিনে কমপক্ষে এক ঘণ্টাও কাজ করেনি, কিন্তু কাজ করার জন্য প্রস্তুত ছিলেন এবং গত ৩০ দিনে বেতন মজুরি বা মুনাফার বিনিময়ে কাজ খুঁজেছেন।
চলতি বছরের মার্চ মাস শেষে দেশে বেকার ছিলেন ২৫ লাখ ৯০ হাজার মানুষ। এর মধ্যে পুরুষের সংখ্যা ১৭ লাখ ১০ হাজার এবং নারী ৮ লাখ ৮০ হাজার।
জরিপের তথ্যানুসারে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দেশে বেকারত্ব ছিল ৩ দশমিক ৫১ শতাংশ। অনুষ্ঠানে জানানো হয়, শীতকালে জরিপের সময় কৃষি খাতে শ্রমিকদের সম্পৃক্ততা কম থাকায় বেকারের হার বেড়েছে। আগামীতে এ হার কমবে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
বিবিএস এর তথ্য বলছে, শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠী ৪ কোটি ৬৩ লাখ। শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৬১ দশমিক ৩৭। কৃষিতে নিয়োজিত ৩ কোটি ১৯ লাখ, শিল্প খাতে ১ কোটি ২২ লাখ, সেবা খাতে ২ কোটি ৬৯ লাখ মানুষ।
#তমহ/বিবি/০৪মে২০২৩
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
পর্যটন ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি