সুনামগঞ্জে নৌকাডুবিতে ১০ লাশ উদ্ধার
কালিয়াকুটা হাওরে নৌকা ডুবিতে তাসমিনার লাশ পাওয়ার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে । এ নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকা ডুবির ঘটনায় সর্বমোট ১০ জনের লাশ উদ্ধার করেছেন পুলিশ।
দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, ২৫ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে চারজনের এবং সকাল ১০টার দিকে একজনের ও বেলা সাড়ে ১২টার দিকে এক নারীর লাশ হাওর থেকে উদ্ধার করা হয়।
তারা হলেন দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রইতনু নেছা (৩৫), একই গ্রামের শান্তা বেগম (৪), চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২) ও নোয়ার চর গ্রামের আসাদ মিয়া (৬), একই গ্রামের আজিরুন নেসা (৩০) দিরাই উপজেলার মাসুমপুর গ্রামের তাসমিনা বেগম (১১) । সন্ধ্যায় উপজেলার মাছিমপুর গ্রামের শামিম (২), আবির (৩), নোয়ারচর গ্রামের সোহান (২) ও আজমের (২) লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।
নিহতদের পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর থেকে একটি যাত্রীবাহী নৌকা ২৫ ৩০জন যাত্রী নিয়ে উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিল। পথে রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে দমকা বাতাসে পৌছলে নৌকাটি ডুবে যায়।
#এসএস/বিবি/২৬ ০৯ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি