জামাল ভূইয়াকে বাফুফের কারণ দর্শানোর নোটিশ

জামাল ভূইয়াকে বাফুফের কারণ দর্শানোর নোটিশ

গত ২০ জুলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী লিমিটেড সাইফ স্পোর্টিং ম্যাচের মধ্যে একাধিকবার খেলোয়াড়রা মেজাজ হারান। আবাহনীর ৪ ১ গোলে জেতা ম্যাচে তিনটি লালকার্ড দেখান রেফারি।

ম্যাচ শেষের পর রেফারির সঙ্গে তর্ক করে এবং চড়াও হয়ে লালকার্ড পাওয়া জামাল পরে গণমাধ্যমে রেফারিংয়ের সমালোচনা করেন।

কোড অব কন্ডাক্ট ভাঙার দায়ে জামালকে মঙ্গলবার শোকজ নোটিশ পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

“গত সোমবার একটি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে জামাল ভূইয়া রেফারির সমালোচনা করেন, যেটি কোড অব কন্ডাক্টের লংঘন। ডিসিপ্লিনারি কোড অনুযায়ী রেফারিদের বিরুদ্ধে তিনি কোনো মন্তব্য করতে পারেন না।”

“কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এটা ব্যাখ্যা করতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।”

ম্যাচের ৫৯তম মিনিটে আবাহনীর পাওয়া পেনাল্টি নিয়ে দুই পক্ষের খেলোয়াড়রা হাতাহাতি, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। আবাহনীর মাসিহ সাইঘানি ও সাইফের এমেরি বাইসেনেগেকে লালকার্ড দেখান রেফারি।

ম্যাচ শেষের পর সাইফের খেলোয়াড়রা চড়াও হন রেফারির ওপর। তর্ক জুড়ে দেন জামালও। এ কারণে জাতীয় দলের এই মিডফিল্ডারকে লালকার্ড দেখান রেফারি।


Published at: বৃহঃ, জুলাই ২৫, ২০১৯ ৪:৩৯ অপরাহ্ন
Category: খেলা
Share with others:
ad

Recent Posts

Recently published articles!