কেরানীগঞ্জে কারখানায় আগুন

কেরানীগঞ্জে কারখানায় আগুন

কেরানীগঞ্জে ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লাগে। এতে অগ্নিদগ্ধ হয় একজনের মৃত্যু হয়। এছাড়া দগ্ধ হয়েছেন আরও অন্তত ৩২ জন।

১১ ডিসেম্বর বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। র‌্যাব ১০ এর মেজর শাহরিয়ার বলেন, আগুনের সূত্রপাত গ্যাসের সিলিন্ডার থেকে। কারখানায় প্রায় ২০০ ২৫০ জন শ্রমিক ছিলেন। একজন নিহত হয়েছেন।

আগুনে আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত শ্রমিক মো. আলম হোসেন বলেন, বিকেলে হঠাৎ গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ হয়। এ সময় আগুন চারদিকে ছড়িয়ে যায়। এর আগে একই কারখানায় দুইবার আগুন লাগে।

ঢাকা জোন ৬ ফায়ার সার্ভিসের উপ পরিচালক কাজী নজমুজ্জামান জানান, কেরানীগঞ্জ, পোস্তগোলা, সদরঘাট ও হেডকোয়ার্টারের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।


রাজধানী ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, ডিসেম্বর ১০, ২০১৯ ৮:৪৬ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!