করোনায় গণজমায়েতে নিষেধাজ্ঞা

করোনায় গণজমায়েতে নিষেধাজ্ঞা

প্রাণসংহারী করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে ওয়াজ, মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। যে কোনোভাবে এ নির্দেশনা কার্যকর রাখতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

১৯ মার্চ বিকালে মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়।

করোনাভাইরাস পরিস্থিতি বিষয়ে সরকারের সচিবদের নিয়ে বিকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন মাঠ প্রশাসনের সঙ্গে। বিকাল সোয়া চারটায় শুরু হয় এ ভিডিও কনফারেন্স।

দেশে করোনাভাইরাসে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন অন্তত ১৭জন। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার, কারান্তরীণ আসামিদের জামিনের জন্য স্বশরীরে আদালতে উপস্থিত না করানোর জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট, চট্টগ্রাম বিভাগ-সিলেটসহ দেশের পর্যটন স্থানগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

#এসকেএস/বিবি/১৯-০৩-২০২০

ক্যাটেগরী: জাতীয়

ট্যাগ: জাতীয়

জাতীয় ডেস্ক, বিবি বৃহঃ, মার্চ ১৯, ২০২০ ১১:২৩ পূর্বাহ্ন

Comments (Total 0)