অভিশংসনে ডোনাল্ট ট্রাপ

অভিশংসনে ডোনাল্ট ট্রাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব দেশটির সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে (প্রতিনিধি পরিষদ) সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হলেন অভিশংসিত হওয়া তৃতীয় প্রেসিডেন্ট।

তবে অভিশংসিত হলেও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদে টিকে যেতে পারেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত সমালোচিত এই প্রেসিডেন্ট। কারণ অভিশংসন (ইমপিচমেন্ট) প্রস্তাবটি কার্যকর হওয়ার জন্য সংসদের উচ্চকক্ষ সিনেটেও সেটি অনুমোদিত হতে হবে।

হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেটিক পার্টির সংখ্যা গরিষ্ঠতা থাকায় ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাবটি সহজে পাশ হলেও সেটি সিনেটে পাশ হবে কি না তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা আছে। কারণে সেখানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ।

প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করতে যে পরিমাণ ভোট প্রয়োজন, হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে প্রথম দুই অভিযোগের ভোট গণনায় ওই পরিমাণ ভোট পড়েছে বলে জানিয়েছে বিবিসি।

তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের চেয়ারের অনুমোদন দেয়ার পর। স্থানীয় সময় বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

খবরে বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগের ক্ষেত্রেই অভিশংসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট পড়েছে প্রতিনিধি পরিষদে। প্রথম অভিযোগের ক্ষেত্রে ২৩০ ভোট পড়েছে অভিশংসনের পক্ষে এবং ১৯৭ ভোট পড়েছে বিপক্ষে।

দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেও প্রয়োজনীয় ২১৬ ভোটের বেশি সংখ্যক ভোট পড়েছে। ওই অভিযোগে অভিশংসনের পক্ষে পড়েছে ২২৯ ভোট ও বিপক্ষে ১৯৮ ভোট।

এখন প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে অপসারণ করা হবে কিনা সেক্ষেত্রে আগামী জানুয়াতি সিনেটে ভোট হবে। তবে সিনেটে যেহেতু রিপাবলিকান নিয়ন্ত্রিত তাই সেখানে এটি পাস হবার সম্ভাবনা প্রায় নেই বলে খবরে বলা হয়।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুটি হলো তিনি তার পদ ব্যবহার করে তার ডেমোক্র্যাট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করতে চেষ্টা করেছিলেন। দ্বিতীয়টি হলো অভিশংসনের তদন্তকাজে সহায়তা করতে অস্বীকার করে তিনি কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করেছেন।

এর আগে ট্রাম্পকে অভিশংসনে প্রক্রিয়া শুরুতে ভোটাভুটির আগ মুহূর্তে এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ডেমোক্রেটরা ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

#এসএস/বিবি/১৯ ১২ ২০১৯


বিশ্ব ডেস্ক, বিবি
Published at: বুধ, ডিসেম্বর ১৮, ২০১৯ ১০:০৪ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!