ইসলামি ব্যাংকিংয়ে সিটি ব্যাংকের বৈশ্বিক স্বীকৃতি
অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনিস্টিটিউশনের (এএওআইএফআই) সদস্যপদ লাভ করেছে সিটি ব্যাংক। এর মাধ্যমে ইসলামি ব্যাংকিংয়ে সিটি ব্যাংকের ভূমিকা বৈশ্বিক স্বীকৃতি লাভ করলো।
সম্প্রতি বাহরাইনের মানামাতে এক অনুষ্ঠানে এএওআইএফআই এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ ইব্রাহিম বিন খলিফা আল খলিফার কাছ থেকে সদস্যপদ প্রাপ্তির সনদপত্র গ্রহণ করেন সিটি ব্যাংকের চিফ ইকোনোমিস্ট এবং কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান। অনুষ্ঠানে আরো ছিলেন সিটি ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান অরুপ হায়দার ও সিটি ব্যাংকের মুরাকিব মো. আবদুল্লাহ শরীফ।
সিটি ব্যাংকের হেড অব পিআর অ্যান্ড মিডিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, এএওআইএফআই এর সদস্য হওয়ার মধ্য দিয়ে শরিয়াহ্ ভিত্তিক ইসলামি ব্যাংকিং সেবা প্রদানে সিটি ব্যাংকের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। আশা করি, সবাই এই ব্যাংকের সঙ্গে থাকবেন।
এএওআইএফআই এর পরিচয়: অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনিস্টিটিউশন (এএওআইএফআই) হচ্ছে শরিয়া মানদণ্ড নির্ধারণকারী একটি আন্তর্জাতিক সংস্থা। ইসলামভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর হিসাব ও যাচাই বিষয়ক একটি সংস্থা তারা।
এর মানে ইসলামি অর্থনৈতিক বিষয় নিয়ে তারা কাজ করে থাকে। যে কোনো ইসলামি ব্যাংক বা তাকাফুল কোম্পানির শরিয়া মান যাচাই করা হয় মূলত তাদের মানদণ্ড কতটুকু বাস্তবায়ন করা হলো তার ভিত্তিতে। সংস্থাটি অর্ধশতাধিক মানদণ্ড প্রকাশ করেছে। একাধিক আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোগে ১৯৯০ সালের ২৬ ফেব্রুয়ারি এএওআইএফআই প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।
১৯৯১ সালের ২৭ মার্চ বাহরাইনে একটি অলাভজনক আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে এটি নিবন্ধিত হয়। এর প্রধান দপ্তর বাহরাইনে অবস্থিত।
#টিএমএইচ/বিবি/৩০ ১১ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি