লক্ষ্য দেড় হাজার কোটি টাকা

লক্ষ্য দেড় হাজার কোটি টাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড আবারও বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। জিরো কূপন বন্ড ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি এক হাজার পাঁচশ কোটি টাকা সংগ্রহ করতে চায়। এটি কোম্পানিটির প্রথম জিরোকুপন বন্ড, যার নাম হবে বেক্সিমকো ফার্স্ট জিরোকুপন বন্ড।
গতকাল রোববার (১০ মার্চ) অনুষ্ঠিত বেক্সিমকোর পরিচালনা পর্ষদের বৈঠকে বন্ড ইস্যু করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেক্সিমকো সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে ২০২১ সালে ইসলামী শরীয়াহসম্মত বন্ড সুকুক ছেড়ে কোম্পানিটি তিন হাজার কোটি টাকা সংগ্রহ করেছিল। ওই অর্থ মূলত নবায়নযোগ্য দুই বিদ্যুৎ প্রকল্প তিস্তা সোলার এবং করতোয়া সোলার কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। তবে সুকুক ইস্যু ও সোলার প্রকল্পে বিনিয়োগে বিনিয়োগকারীদের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। কোম্পানিটি সুকুক ইস্যুর আগের বছরে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। পরের বছর তা কমে হয় ৩০ শতাংশ। আর সর্বশেষ বছরে কোম্পানিটি মাত্র ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। একইভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএসও কমেছে। যদিও কোম্পানিটির ভাষ্য, টাকার বিপরীতে ডলারের দর বৃদ্ধির প্রভাবে নিট মুনাফা কমেছে তাদের।

#তমহ/বিবি/১১ ০৩ ২০২৪


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: রবি, মার্চ ১০, ২০২৪ ১১:০৫ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!