শিশুদের গুঁড়ো দুধের দাম চড়া
হঠাৎ বেড়ে গেছে শিশুখাদ্যের অন্যতম উপকরণ গুঁড়ো দুধের দাম। এক সপ্তাহের ব্যবধানে বাজারে কেজিতে ২০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, গুঁড়ো দুধ আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ক্রেতা পর্যন্ত পৌঁছতে আগের চেয়ে খরচ বেড়েছে। এ কারণে পণ্যটির দামও বেড়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে গুঁড়া দুধ আমদানি করা যাচ্ছে না। আবার তাদের অনেকেই জানাচ্ছেন, বিশ্ববাজারে দাম বৃদ্ধির কথা।
ক্রেতারা জানিয়েছে, এক কৌটা ডিল্যাক গুঁড়ো দুধে ৩ থেকে ৪ দিন যায় ১১ মাসের এ শিশুর। এক মাস আগেও এক কৌটা ডিল্যাক দুধ ৫২০ টাকায় কেনা গেলেও এখন তা ৫৮০ টাকা। যার প্রভাব পড়েছে মাসিক খরচে।
শুধু ডিল্যাক নয়, ল্যাকটোজেন, বায়োমিল, ন্যান থ্রি, নিডো, ডানোসহ বেশিরভাগ দুধের দাম বাড়তি। নবজাতক ও শিশু খাদ্যের বেশিরভাগই আমদানি নির্ভর, যার সিংহভাগই সরবরাহ করে নেসলে। তাদের দাবি, বিশ্ব বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশেও বেড়েছে।
শিশু খাদ্য গুঁড়ো দুধের দাম গত দুই মাসে কেজিতে বেড়েছে ২০০ টাকারও বেশি। বিপণন প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে দাম বাড়াকে অজুহাত দেখাচ্ছে। এ পরিস্থিতিতে বাজারে তদারকি বাড়ানোর আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শিশু খাদ্যের বাজারে কারসাজি রোধে নজরদারি বাড়াবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশে প্রতি মাসে গুঁড়ো দুধসহ শিশু খাদ্যের চাহিদা প্রায় ১২০০ টন।
এদিকে আমদানিকারকরা জানিয়েছে, রপ্তানি করে এমন দেশে দাম বেড়ে গেলে আমদানিনির্ভর দেশগুলোয় গুঁড়ো দুধের দামও বেড়ে যায়। কিন্তু এ বছর গুঁড়ো দুধের দাম অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। শীর্ষ কয়েকটি কোম্পানি দফায় দফায় দাম বাড়ানোর ফলে অন্যান্য কোম্পানিও দাম বাড়াতে বাধ্য হয়েছে এটা জানিয়েছে তারা।
#তমহ/বিবি/২৩ ০৯ ২০২১
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি