করোনায় মারা গেলেন সিলেটের সেই চিকিৎসক

করোনায় মারা গেলেন সিলেটের সেই চিকিৎসক

প্রাণসংহারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারাই গেলেন সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মঈনুদ্দিন। বুধবার ভোরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. আয়েশা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন বুধবার ভোরে চিকিৎসক মঈনুদ্দিনের মৃত্যু হয়।

মঈনুদ্দিন সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি নগরের একটি বেসরকারি হাসপাতালে চেম্বারে রোগী দেখতেন।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোভিড ১৯ আক্রান্ত হন ডা. মইন। গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। আক্রান্ত হওয়ার পর তিনি নিজের বাসায় চিকিৎসাধীন ছিলেন।

অবস্থায় অবনতি হলে ৭ এপ্রিল তাকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখানেও অবস্থা ভালো না হওয়ায় পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান সিলেটের এই চিকিৎসক।

#এসকেএস/বিবি/১৫ ০৪ ২০২০


দেশজুড়ে ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, এপ্রিল ১৪, ২০২০ ১১:০০ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!