দেশের শেয়ার বাজারে বিশ্ব ব্যাংক!

দেশের শেয়ার বাজারে বিশ্ব ব্যাংক!


বাংলাদেশের শেয়ার বাজার ও বন্ড মার্কেটের উন্নয়নে সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের আঞ্চলিক পরিচালক জুবিদা খেরুজ এলাউয়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহ প্রকাশ করেন।
১২ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অর্থমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানানো  হয়।
বৈঠক অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘শেয়ার বাজার ও বন্ড মার্কেট উন্নয়নে সহায়তা করবে বিশ্ব ব্যাংক। এছাড়াও অর্থনীতিতে যেসব জায়গায় আমরা পিছিয়ে আছি, সেসব জায়গার উন্নয়নেও এগিয়ে আসবে সংস্থাটি।’
তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে আর্থিক খাতের উপাদান কম। উপাদান কম থাকলে অর্থনীতি ছোট হয়ে যায়। অর্থনীতিকে বেগবান করতে হলে অনেক টুলস (উপাদান) দরকার, আর এ কাজগুলোই করা হচ্ছে।’
বন্ড মার্কেট নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের বন্ড মার্কেটটা প্রকৃতপক্ষেই উন্নয়ন করা হয়নি। এ মার্কেটটার উন্নয়ন করতে হবে। এ মার্কেটে সরকারি-বেসরকারি উভয় সেক্টরই আসবে। বন্ড মার্কেটের উন্নয়ন হলে শেয়ার বাজারেরও উন্নয়ন হবে। বন্ড মার্কেটের উন্নয়নে বিভিন্ন ফি কমানো হয়েছে। বন্ড মার্কেটকে গতিশীল করার জন্য যা যা করা দরকার তাই করা হবে।’
বিশ্ব ব্যাংকের আঞ্চলিক পরিচালক জুবিদা খেরুজ এলাউয়া বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগোচ্ছে তা প্রশংসাযোগ্য। ভালো ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত দরকার। বিশ্ব ব্যাংক কিছু টেকনিক্যাল অ্যাসিস্টান্স (কারিগরি সহায়তা), রেগুলেটরি রিফর্মস (নীতি আধুনিকায়ন) এবং পলিসির উন্নয়নে সহায়তা করবে। বন্ড মাকের্ট ও শেয়ার বাজারের উন্নয়নে পুরো কাজটাই সমন্বিতভাবে করা হবে।’
#এসএস/বিবি/১৩-০৯-২০১৯

ক্যাটেগরী: শেয়ারবাজার

ট্যাগ: শেয়ারবাজার

পুঁজিবাজার ডেস্ক,বিবি শুক্র, সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১:২৪ অপরাহ্ন

Comments (Total 0)