ফিফা র‌্যাংকিংয়ে ৩ ধাপ পিছিয়ে বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে ৩ ধাপ পিছিয়ে বাংলাদেশ

বাংলাদেশের ফিফা র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে। তিনধাপ পিছিয়ে বর্তমান অবস্থান ১৮৭। যদিও বিশ্বকাপ বাছাইয়ে দারুণ পারফর্ম দেখিয়ে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ড্র করেছিল জেমি ডে’র শিষ্যরা।

ভারত ম্যাচের পর চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে ওমানের মাঠে খেলতে নেমে ৪ ০ গোলে হারে বাংলাদেশ। তার প্রভাব পড়েছে সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে।

গত মাসে ৯২০ পয়েন্ট নিয়ে তিনধাপ এগিয়ে ১৮৪তম স্থানে উঠেছিল বাংলাদেশ। আবারও লাল সবুজের জার্সিধারীদের নেমে যেতে হয়েছে ১৮৭তম স্থানে। এবার পয়েন্ট ৯১৫।

শীর্ষ পাঁচে নেই কোনো পরিবর্তন; ১ হাজার ৭৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। পরের চারটি স্থানে আছে যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড ও উরুগুয়ে। এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে ক্রোয়েশিয়া। এক ধাপ নেমে সাতে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

সেরা দশের শেষ তিনটি স্থানও অপরিবর্তিত। আট, নয় ও দশে যথাক্রমে আছে স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

দশের বাইরে থাকা দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও জার্মানির উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে ইউরো বাছাইপর্বে দারুণ ছন্দে থাকা ইতালি। এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে আছে জার্মানি।

#এসএস/বিবি/৩০ ১১ ২০১৯


খেলা ডেস্ক ,বিবি
Published at: শুক্র, নভেম্বর ২৯, ২০১৯ ৩:৩৪ অপরাহ্ন
Category: খেলা
Share with others:
ad

Recent Posts

Recently published articles!