শেয়ার কেনার ঘোষণা

শেয়ার কেনার ঘোষণা

 ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির মনোনীত পরিচালক এ কে এম সদরুল ইসলাম শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির এই মনোনীত পরিচালক পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজারদরে ৫১৫টি শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার কিনবেন তিনি।
এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। আর এ প্রান্তিকে তাদের শেয়ারপ্রতি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমছে। তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫ টাকা ২২ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় ২ টাকা ৫০ পয়সা বেড়েছে। এছাড়া ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৪ টাকা ৮০ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৯ টাকা ৭১ পয়সা, যা আগের বছর একই সময় ১ টাকা ২০ পয়সা ছিল।

#তমহ/বিবি/১১জানুয়াারি২০২৪


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: শনি, জানুয়ারী ১১, ২০২৫ ১০:৫১ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!