ট্রেড ফিন্যান্স ৪৫ মিলিয়ন ডলারে উন্নীত

ট্রেড ফিন্যান্স ৪৫ মিলিয়ন ডলারে উন্নীত

সম্প্রতি ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) সিন্ডিকেট ব্যবস্থার অধীনে সিটি ব্যাংকের মুরাবাহা ট্রেড ফিন্যান্স সুবিধা বৃদ্ধি করে ৪৫ মিলিয়ন ডলার করেছে।

এটি কোন বেসরকারি ব্যাংককে দেয়া আইটিএফসির এযাবতকালের সর্বচ্চ ট্রেড ফিন্যান্স সুবিধা। ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান। এই ট্রেড ফিন্যান্স সুবিধার মাধ্যমে সিটি ব্যাংক আরো বেশী গ্রাহকসেবা দিতে পারবে এবং আরো সাশ্রয়ী উপায়ে বৈদেশিক বাণিজ্য পরিচালনা করতে সক্ষম হবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ও আইটিএফসি’র সিওও নাজিব নুরডালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

#তমহ/বিবি/১৬জানুয়ারি২০২৪


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: সোম, জানুয়ারী ১৫, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!