স্বর্ণের দাম আরো চড়া!

স্বর্ণের দাম আরো চড়া!

ডলারের অস্থিরতায় এবার দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম। ভরি প্রতি স্বর্ণের দাম বাড়ছে ৪ হাজার ১৯৯ টাকা পর্যন্ত। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দর দাঁড়িয়েছে ৮২ হাজার ৪শ টাকা। যা এতদিন ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা।

শ‌নিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২২ মে রোববার থেকে এ নতুন দাম কার্যকর হবে।

এই বৃদ্ধির মাধ্যমে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো। দেশের ইতিহাসে এর আগে কখনোই এত দামে স্বর্ণ বিক্রি হয়নি।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছাড়িয়েছে ৭৮ হাজার ৭শ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৫শ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫৬ হাজার ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গেল ১৭ মে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ২৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেটের ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৫৩ হাজার ৩৬৩ টাকা।

#তমহ/বিবি/২১ ০৫ ২০২২


ব্যবসা ডেস্ক, বিবি
Published at: শুক্র, মে ২০, ২০২২ ১১:২১ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!