লেনদেনের শীর্ষে বিমা খাত

লেনদেনের শীর্ষে বিমা খাত

সপ্তাহের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বিমা খাত। ডিএসইতে মোট লেনদেনের ১৯ শতাংশ অবদান রয়েছে এইখাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওষুধ রসায়ন খাত ও প্রকৌশল খাতে যৌথভাবে ১৪ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বস্ত্র ও কাগজ খাতে যৌথভাবে ৮ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্যখাতগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন খাতে ৬ শতাংশ, জ্বালানি বিদ্যুৎ খাতে ৫ শতাংশ, খাদ্য ও বিবিধ খাতে ৪ শতাংশ, সিরামিক, মিউচ্যুয়াল ফান্ড ও জীবন বিমা খাতে ৩ শতাংশ করে লেনদেন হয়েছে।

এছাড়া আইটি খাতে ২ শতাংশ ও ভ্রমণ অবকাশ খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

#এসএস/বিবি/২৩ ১১ ২০১৯


বিমা ডেস্ক, বিবি
Published at: শুক্র, নভেম্বর ২২, ২০১৯ ১০:২২ পূর্বাহ্ন
Category: বিমা
Share with others:

Recent Posts

Recently published articles!