বিনামূল্যে মিলবে অক্সিজেন সিলিন্ডার...

বিনামূল্যে মিলবে অক্সিজেন সিলিন্ডার...

করোনার কারণে দেশে আইসিউর সংকট। প্রতিবেশি দেশ ভারতে এর পাশাপাশশি অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। এ অবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠন 'লাভ শেয়ার বিডি' বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে।

এ বিষয়ে লাভ শেয়ার বিডির অপারেশন ইনচার্জ (শাহজাহানপুর) কামরুল আলম বলেন, 'করোনা পরিস্থিতিতে মানুষ বাঁচাতে আমরা এখন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, আগামী দু এক দিনের মধ্যে এ কাজ শুরু করতে পারবো। আমরা সংগঠনের সীমিত সাধ্য নিয়েই এ মহামারীতে সক্রিয় থাকতে চাই।'

তিনি আরো বলেন, 'নির্ধারিত কিছু ফোন নম্বর দেয়া হবে। যাতে কল করলে লাভ শেয়ার বিডির ভলান্টিয়াররা বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেবে। আমাদের এ কার্যক্রম চলবে রাতদিন ২৪ ঘন্টাই।'

উল্লেখ্য, এই সংগঠন রাজধানীর বিভিন্ন এলাকায় রমজান মাসের প্রথম দিন থেকে প্রতিদিন শতাধিক পরিবারের মাঝে রান্না করা ইফতার উপহার বাড়ি পৌঁছে দিচ্ছে। লকডাউনে রুটিরুজি হারানো বিপন্ন মানুষের জন্য এ কার্যক্রমও চলতে থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

#তমহ/বিবি/২৭ ০৪ ২০২১


ফিচার ডেস্ক, বিবি
Published at: সোম, এপ্রিল ২৬, ২০২১ ১২:৩৬ পূর্বাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!