করোনায় মার্কেট বন্ধ ২৫ থেকে ৩১ মার্চ

করোনায় মার্কেট বন্ধ ২৫ থেকে ৩১ মার্চ

করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশের বিপণিবিতান ও মার্কেট ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে সুপারশপ, ওষুধ, মুদি দোকান, কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। আজ রোববার রাত আটটায় বলেন, ‘করোনাভাইরাসের কারণে মানুষজন বাসাবাড়ি থেকে কম বের হচ্ছে। দোকানপাটে কোনো বিক্রি নেই। পরিস্থিতি মোকাবিলায় দোকানমালিকেরাই আমাদের বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।’

সব বিপণিবিতান ও মার্কেটের ব্যবসায়ীরা দোকানমালিক সমিতির এই সিদ্ধান্ত মানবেন কি না, জানতে চাইলে হেলাল উদ্দিন বলেন, ‘আশা করছি সবাই মানবে। কারণ, ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই আমরা সাত দিন বিপণিবিতান ও মার্কেট সিদ্ধান্ত নিয়েছি।’

#এসকেএস/বিবি/২৩ ০৩ ২০২০


ব্যবসা ডেস্ক, বিবি
Published at: রবি, মার্চ ২২, ২০২০ ১২:১২ পূর্বাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!