আবারো বর্ষসেরা মেসি

আবারো বর্ষসেরা মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি তিন বছর পর আবারো ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন। ২৩ সেপ্টেম্বর রাতে ইতালির মিলানের অপেরা হাউস লা স্কালায় এক অনুষ্ঠানে ফুটবল জাদুকরের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

ক্যারিয়ারে এই নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মেসি। বার্সেলোনা তারকার হাতে পুরস্কারটি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে পাঁচবার করে সেরার পুরস্কার নিয়ে যৌথভাবে ছিলেন আর্জেন্টাইন তারকা।

২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত এই দুইজনের বাইরে আর কেউই পুরস্কারটি জিততে পারেননি। তাদের আধিপত্য ভেঙে গতবার সেরা হয়েছিলেন ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ। উয়েফা বর্ষসেরা, ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা তিনটি পুরস্কারই ঘরে তুলেছিলেন মদ্রিচ।

গত বছরের ১৬ জুলাই থেকে ২০১৯ সালেএর ১৯ জুলাই পর্যন্ত পরবর্তী এক বছরে ইউরোপে খেলা খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করে দেওয়া হয়েছে সম্মানজনক এই পুরস্কার।
#এসএস/বিবি/২৪ ০৯ ২০১৯


ক্রীড়া ডেস্ক, বিবি
Published at: সোম, সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১১:১৩ অপরাহ্ন
Category: খেলা
Share with others:

Recent Posts

Recently published articles!