শেয়ারবাজারে বিনিয়োগের কলাকৌশল

শেয়ারবাজারে বিনিয়োগের কলাকৌশল

শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে বেশিরভাগ কাছের মানুষ আপনাকে এ থেকে দূরে থাকতে পরামর্শ দিবে। তারা বলবে, শেয়ারে বিনিয়োগ করা মানেই হলো জুয়াতে টাকা ঢালা কিংবা লোকসানের আসরে পা দেয়া।

কিন্তু আপনি জানেন কী-  তাদের একটা বড় অংশই এই মার্কেটে বিনিয়োগেরর বেসিক নিয়মগুলো জানেন না। অথবা কেউবা না জেনেই বিনিয়োগ করে লোকসানে পড়েছেন।

শেয়ারবাজার একটি উচ্চ ঝুঁকিপূর্ণ জায়গা তাই এখানে বিনিয়োগ করতে হয় বুঝে শুনে, গুজবের উপর ভিত্তি করে নয়। তাই শেয়ারবাজারে বিনিয়োগের আগে এ নিয়ে পড়াশোনা করে নিলে ভালো হবে।

এক্ষেত্রে আপনার জন্য দারুণ বই হতে পারে ‘শেয়ারবাজারের কলাকৌশল’। এই বইটি লিখেছেন ড. ইফতেখারুল মোবিন। প্রকাশ করেছে ঢাকার প্রকাশনী সংস্থা শুভ্র প্রকাশ।

#তমহ/বিবি/০৮এপ্রিল২০২৩

 

ক্যাটেগরী: শেয়ারবাজার

ট্যাগ: শেয়ারবাজার

শেয়ারবাজার ডেস্ক, বিবি শুক্র, এপ্রিল ৭, ২০২৩ ৩:০৪ অপরাহ্ন

Comments (Total 0)