করোনায় গণজমায়েতে নিষেধাজ্ঞা

করোনায় গণজমায়েতে নিষেধাজ্ঞা

প্রাণসংহারী করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে ওয়াজ, মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। যে কোনোভাবে এ নির্দেশনা কার্যকর রাখতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

১৯ মার্চ বিকালে মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়।

করোনাভাইরাস পরিস্থিতি বিষয়ে সরকারের সচিবদের নিয়ে বিকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন মাঠ প্রশাসনের সঙ্গে। বিকাল সোয়া চারটায় শুরু হয় এ ভিডিও কনফারেন্স।

দেশে করোনাভাইরাসে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন অন্তত ১৭জন। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার, কারান্তরীণ আসামিদের জামিনের জন্য স্বশরীরে আদালতে উপস্থিত না করানোর জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট, চট্টগ্রাম বিভাগ সিলেটসহ দেশের পর্যটন স্থানগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

#এসকেএস/বিবি/১৯ ০৩ ২০২০


জাতীয় ডেস্ক, বিবি
Published at: বুধ, মার্চ ১৮, ২০২০ ১০:২৩ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!