ঢাকায় ফিফা সভাপতি
১৬ অক্টোবর শুভেচ্ছা সফরে ঢাকায় আসছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। পরের দিনই তিনি ঢাকা ত্যাগ করবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
ফিফা সভাপতি মঙ্গোলিয়া থেকে বাংলাদেশে আসবেন। তিনি ১৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন বলে জানিয়েছে বাফুফে। সেদিনই দুপুরের পর লাওসের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন জিয়ানি ইনফ্যান্টিনো।
এর আগে ফিফা সভাপতি হিসেবে হোয়াও হ্যাভেলেঞ্জ একবার এবং সেপ ব্ল্যাটার দুবার বাংলাদেশ সফরে এসেছিলেন। ইনফ্যান্টিনোর সফর সঙ্গী হিসেবে আসছেন ডেপুটি সেক্রেটারি জেনারেল (ফুটবল) ম্যাত্তিয়াস গ্রাফস্টোর্ম, কমিউনিকেশন চিফ অনোফ্রে কস্তা, এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের ডিরেক্টর সঞ্জীবন বালাসিংগাম এবং প্রেসিডেন্ট অফিসের ম্যানেজার ফেডেরিকো র্যা ভিগলিওনে।
#এসএস/বিবি/১৩ ১০ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি