ড. কালাম পদকে ভূষিত প্রধানমন্ত্রী

ড. কালাম পদকে ভূষিত প্রধানমন্ত্রী

ড. কালাম স্মৃতি পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়েছে ভারতের সম্মানজনক ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯।
আজ সোমবার ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ পদক তুলে দেন ড. কালাম আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের পৃষ্ঠপোষক এবং চেয়ারম্যান রাষ্ট্রদূত শ্রী টি. ড. শ্রীনিবাসন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য তার অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে এই স্বীকৃতি দেয়া হয়েছে।
ড. কালাম স্মৃতি আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি শেখ হাসিনাকে এই পদকের জন্য মনোনীত করে।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক গত এক দশকে অন্য উচ্চতায় পৌঁছে গেছে। পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক থাকলে সবারই উন্নয়ন করা সম্ভব হয়।
তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।
#এসএস/বিবি/১৬ ০৯ ২০১৯


জাতীয় ডেস্ক, বিবি
Published at: রবি, সেপ্টেম্বর ১৫, ২০১৯ ৯:৩০ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!