রূপালী ব্যাংকের নতুন ডিএমডি খন্দকার আতাউর রহমান

রূপালী ব্যাংকের নতুন ডিএমডি খন্দকার আতাউর রহমান

খন্দকার আতাউর রহমান রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন । খন্দকার আতাউর রহমান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতিপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে ডিএমডি হিসেবে যোগ দেন ।

রূপালী ব্যাংকে যোগদানের আগে খন্দকার আতাউর রহমান জনতা ব্যাংকের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন। খন্দকার আতাউর রহমান ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে সিনিয়র অফিসার পদে জনতা ব্যাংকে যোগদান করেন।

দীর্ঘ ৩২ বছরের চাকরিজীবনে তিনি জনতা ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনের প্রধান এবং জনতা ব্যাংক স্টাফ কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্সসহ এমকম ডিগ্রি অর্জন করেন খন্দকার আতাউর রহমান। তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

#এসএস/বিবি/০৩ ১২ ২০১৯


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: সোম, ডিসেম্বর ২, ২০১৯ ৫:৩৪ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!