ছিনতাই মামলায় ভিপি নুর

ছিনতাই মামলায় ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দেয়া হয়েছে। ডাকসু ভবনে হামলা ও মারামারির ঘটনার এ মামলায় ভিপি নুরসহ ২৯ জনকে আসামি করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্র ডি এম সাব্বির হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৮। মামলায় ছিনতাইয়ের সঙ্গে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ আনা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান। তিনি জানান, ঢাবির জহুরুল হক হলের এক শিক্ষার্থী ভিপি নুরের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এ মামলায় ২৯ জনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামিরা হলেন ডাকসু ভিপি নুরুল হক নুর, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মুহাম্মদ রাশেদ খান, এপিএম সুহেল (জবি), আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, আবু হানিফ, আমিনুল ইসলাম, তুহিন ফারাবী (ধানমন্ডি চাটার্ড বিশ্ববিদ্যালয় কলেজ), মেহেদী হাসান, সালেহ উদ্দিন সিফাত (জসীম উদ্‌দীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, নাজমুল হাসান, আয়াতুল্লাহ বেহেশতী, রবিউল হোসেন, আরিফুর রহমান, সাইমুল ইসলাম, আরিফুর রহমান, বিন ইয়ামিন মোল্লা, তারিকুল ইসলাম, আবদুল্লাহ হীল বাকী, আকরাম হোসেন, আসিফ খান, সানাউল্লাহ হক, আতাউল্লাহ, শাকিল মিয়া, হাসানুল বান্না, রবীরুল ইসলাম, রাজ, আরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২২ ডিসেম্বর আনুমানিক ১২ টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে টেলিনর কর্তৃক রাষ্ট্রপতিকে উকিল নোটিশের প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চের মামুন বুলবুল গ্রুপের কর্মসূচি চলছিল। কর্মসূচি শেষে মিছিল সহকারে তারা মধুর ক্যান্টিনে আসলে ডাকসু ভিপির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ঘটনাস্থলে আসলে নুরসহ বাকিরা অশালীন স্লোগান দিতে থাকে। সনজিত সাদ্দাম উস্কানিমূলক স্লোগান কেন দিচ্ছে ভিপির নিকট জানতে গেলে পুনরায় উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি খারাপ দেখে সনজিত সাদ্দাম চলে যাওয়ার সময় উল্লিখিত আসামিরা হত্যার উদ্দেশে আঘাত করে। এতে বাদীসহ মুক্তিযুদ্ধ মঞ্চের ৮ জন আহত হয়। এসময় অনেকের মোবাইল, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়া হয়।

#এসএস/বিবি/২৬ ১২ ২০১৯


ক্যাম্পাস ডেস্ক, বিবি
Published at: বুধ, ডিসেম্বর ২৫, ২০১৯ ১০:৪৯ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!