সর্বনিম্ন লেনদেনে ডিসই...

সর্বনিম্ন লেনদেনে ডিসই...

ধারাবাহিক দরপতনে ঢাকা শেয়ারবাজারের লেনদেন আরো তলানিতে নেমেছে। টাকার অংকে লেনদেন ৫০০ কোটির নিচে নেমেছে। যা গত ১ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ঢাকার শেয়ারবাজারে। এছাড়া দর হারিয়েছে ৭৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার।

হঠাৎ করে লেনদেন ৫০০ কোটি টাকার নিচে নেমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। লেনদেন কমার পাশাপাশি কয়েক দিন ধরে বেশির ভাগ শেয়ারের দরপতন ঘটছে। এতে কিছু কিছু কোম্পানির শেয়ারের ক্রেতাসংকট দেখা দিয়েছে। দিনের সর্বনিম্ন দামেও কিছু কোম্পানির শেয়ারের ক্রেতা মিলছে না। এ কারণে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে চেয়েও বিক্রি করতে পারছেন না।

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৬২ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪৯০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। যা আগের দিন থেকে ৮৫ কোটি ৩২ লাখ টাকা কম।

ডিএসইতে হাতবদল হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানেরই দরপতন হয়েছে। এদিন ঢাকার বাজারে ৩৭৫টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। তার মধ্যে ২৯৩টি বা ৭৮ শতাংশেরই দরপতন হয়েছে।

এদিকে দাম বেড়েছে কেবল ৪৪টি বা ১২ শতাংশের আর অপরিবর্তিত ছিল ৩৮টি বা ১০ শতাংশের দাম। শেয়ারের দরপতনের পাশাপাশি কমেছে সূচকও। সবচেয়ে বেশি লেনদেনের তালিকার শীর্ষে রয়েছে লাফার্জহোলসিম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক ৭৭ পয়েন্ট কমেছে। সিএসইতে ২২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

#তমহ/বিবি/০৭ ০৪ ২০২২


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: বুধ, এপ্রিল ৬, ২০২২ ৯:৫১ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!