ডেসটিনির দুই কর্মকর্তা কারাগারে

ডেসটিনির দুই কর্মকর্তা কারাগারে

অবশেষে কারগারে যেতেই হলো ডেসটিনির শীর্ষ দুই কর্মকর্তাকে। ডেসটিনি ২০০০ লিমিটেডের চার হাজার ২০০ কোটি টাকা দুর্নীতির দুই মামলায় চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ১৭ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যর আপিল বিভাগ এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে জানান, আপিল বিভাগে জামিনের আবেদন খারিজ হওয়ায় মোহাম্মদ হোসেন ও রফিকুল আমীন এখনই কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না।

গত আগস্টে দুই মামলায় জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিলেন ডেসটিনির এই দুই শীর্ষ কর্মকর্তা।


এনজিও ডেস্ক, বিবি
Published at: সোম, ডিসেম্বর ১৬, ২০১৯ ৭:৫৭ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!