রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেক

বঙ্গোপসাগর সংলগ্ন সাতটি দেশের সংগঠন বিমস্টেক রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফেরানোর বিষয়ে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক দৌত্য শুরু করতে পারে যদি বাংলাদেশ আর্জি জানায়।
সংগঠনের মহাসচিব এম শহিদুল ইসলাম বৃহস্পতিবার কলকাতায় বলেন, ‘বাংলাদেশ ও মিয়ানমার, দুই দেশই বিমস্টেকের সদস্য। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিলে বিমস্টেক এগোনোর কথা ভাববে।’ খবর আনন্দবাজারের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তার পক্ষে মস্ত ঝুঁকি রোহিঙ্গা শরণার্থীরা। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আসিয়ান, বিমস্টেকের মতো আঞ্চলিক সংগঠনগুলোকেও মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে আর্জি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
দিল্লি তো বহু দিন ধরেই নিরাপত্তার পক্ষে ঝুঁকি বলে মনে করে রোহিঙ্গাদের। মিয়ানমার ছেড়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী এখন বাংলাদেশের বিভিন্ন শিবিরে রয়েছে। ভারতেও এসেছে কয়েক হাজার রোহিঙ্গা। ঢাকার অভিযোগ, দুই বছরে এদের ফেরত নেওয়ার কোনো সদিচ্ছা মিয়ানমার প্রশাসন দেখায়নি।
বিমস্টেকের মহাসচিব শহিদুল ইসলাম নিজেও বাংলাদেশের কূটনীতিক। তিনি বলেন, ‘ঢেলে সাজানোর পরে বিমস্টেক এখন অনেক গতিশীল। অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ বৃদ্ধি থেকে নিরাপত্তা— নানা ক্ষেত্রে সক্রিয় হয়েছে বিমস্টেক। ঢাকা চাইলে রোহিঙ্গা নিয়েও তৎপর হতে পারে।’
#এসএস/বিবি/২০১৯
Share with others:

Recent Posts
Recently published articles!
-
ক্যাম্পাস ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি