পাসপোর্টে ডলার ব্যবহারে নিয়ন্ত্রণ?

পাসপোর্টে ডলার ব্যবহারে নিয়ন্ত্রণ?

ডলার খরচ কমাতে এখন থেকে যাচাই বাছাই করে পাসপোর্টে ডলার ব্যবহারের অনুমোদন (এনডোর্সমেন্ট) দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি কী পরিমাণ ডলার খরচ করেছে, তা ও যাচাই করে দেখতে হবে। সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।
দেশের কেউ যাতে বিদেশ গিয়ে অযথা ডলার খরচ করতে না পারে, সেজন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশে একজন পাসপোর্ট ব্যবহারকারীর কি পরিমাণ ডলার খরচ হয়েছে, তা জানতে ব্যাংকগুলোকে অনলাইন টিএম ফরম মনিটরিং সিস্টেম, ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম ও অনলাইন মানি চেঞ্জার্স মনিটরিং সিস্টেম পদ্ধতি ব্যবহার করতে হবে।
এছাড়া অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে পাসপোর্টের বিপরীতে ডলার এনডোর্সমেন্ট করার সময় আগের ইস্যু করা ডলারের পরিমাণ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে ব্যাংকের অনুমোদন নিয়ে একজন বাংলাদেশি বছরে ১২ হাজার ডলার ব্যবহার করতে পারেন। এজন্য ওই ব্যক্তিকে ব্যাংকে গিয়ে পাসপোর্ট দেখিয়ে আন্তর্জাতিক কার্ডে এনডোর্সমেন্ট করিয়ে নিতে হয়।
দেশের যেকোনো নাগরিক ভ্রমণ কোটার আওতায় এই পরিমাণ ডলার খরচ করতে পারেন। এজন্য পাসপোর্টে প্রয়োজনীয় ঘোষণা দিতে হয়।

#তমহ/বিবি/১৫ ০২ ২০২২


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, ফেব্রুয়ারী ১৪, ২০২৩ ৯:২৪ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!