ডলার থেকে সরছে চীন

ডলার থেকে সরছে চীন

আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে চীন ধীরে ধীরে ডলারের চেয়ে ইউয়ান ব্যবহার করছে বেশি। স্টেইট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে চীন আন্তঃসীমান্ত লেনদেনে ৪৩৪.৫ বিলিয়ন ইউয়ান ব্যবহার করেছিল। কিন্তু মার্চ মাসে তা রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৪৯.৯ বিলিয়ন ইউয়ানে। শতকরা ৪৮.৪ ভাগ আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে ইউয়ান ব্যবহার করা হচ্ছে। তা থেকে পরিষ্কার হচ্ছে যে চীন ধীরে ধীরে ডলারের ব্যবহার থেকে দূরে সরে আসছে এবং যতদূর সম্ভব ইউয়ানের ব্যবহার বাড়াচ্ছে।

ফেব্রুয়ারি মাসে চীন আন্তর্জাতিক নিকাশের ক্ষেত্রে শতকরা ৪৮.৬ ভাগ ডলার ব্যবহার করেছে। মার্চ মাসে এর পরিমাণ কমে দাঁড়ায় ৪৬.৭ ভাগ। যদিও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে চীন এখনো ইউয়ানের ব্যবহার তুলনামূলক কম করছে তবে দিন দিন তা বাড়ছে।


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, মে ১৮, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!