স্বল্প খরচে বাড়ি নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ

স্বল্প খরচে বাড়ি নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট  পাকা বাড়ি নির্মাণের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে । মাত্র ২ হাজার টাকার বিনিময় গৃহ নির্মাণ সংক্রান্ত সব ধরণের অভিজ্ঞতা অর্জন করা যাবে প্রশিক্ষণ থেকে। দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হবে চলতি মাসের ২৭ তারিখ থেকে এবং শেষ হবে ২৮ ডিসেম্বর।

প্রশিক্ষণটিতে বাড়ি নির্মাণের পূর্বে করণীয় বিষয়ে সম্যক ধারণা, নির্মাণসামগ্রী বিষয়ে ধারণা, নির্মাণ ব্যবস্থাপনা সম্পর্কিত জ্ঞান, বাড়ি নির্মাণের ভুলত্রুটির দূরীকরণ, বাড়ি নির্মাণে ব্যয় নিরূপণ, বিদ্যুতায়ন, পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন, ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণে করণীয় বিষয় প্রশিক্ষণ দেওয়া হবে।

এই প্রশিক্ষণের জন্য আগামীতে বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন ইচ্ছুক এমন যে কোন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন। একটি ব্যাচে মোট ৪০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হলে নির্ধারিত ফরম পূরণ করে হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর ঠিকানা পাঠিয়ে দিতে হবে।

#এসএস/বিবি/২৩-১২-২০১৯

ক্যাটেগরী: গাড়িবাড়ি

ট্যাগ: গাড়িবাড়ি

গাড়িবাড়ি ডেস্ক, বিবি সোম, ডিসেম্বর ২৩, ২০১৯ ১:০২ অপরাহ্ন

Comments (Total 0)