কুশল পাঞ্জাবির আত্মহত্যা

কুশল পাঞ্জাবির আত্মহত্যা

কুশল পাঞ্জাবি কোনো এক অজানা অভিমানে পৃথিবীকে বলেছেন চিরবিদায়। নিজ বাড়িতে গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে ঝুলন্ত অবস্থায় ছোট পর্দার জনপ্রিয় মুখ কুশল পাঞ্জাবির লাশ উদ্ধার করা হয়। ভারতের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ৩৭ বছর বয়সী কুশল পাঞ্জাবির মৃতদেহ উদ্ধার করেন তাঁর স্ত্রী ও সন্তান।

কুশল পাঞ্জাবির বন্ধু এবং সহকর্মী করণবীর বোহরা ইনস্টাগ্রাম তাঁর মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্ট দিয়েছেন করণবীর বোহরা ইনস্টাগ্রামে মেডেল গলায় কুশল পাঞ্জাবির একটা হাসিমুখের ছবি পোস্ট করে লিখেছেন, ‘তুমি কীভাবে চলে যেতে পারলে! আমি হতভম্ব হয়ে গেছি। আমি বিশ্বাস করি, তুমি এখন এই পৃথিবীর চেয়ে একটা ভালো জায়গায় আছ।’

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার প্রণয় অশোক সাংবাদিকদের বলেছেন, ‘আত্মহত্যার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে। তাই এখনই কিছু বলা সম্ভব নয়।’

কুশল পাঞ্জাবি ১৯৯৭ সালে ‘দিওয়ানা তো দিওয়ানা হ্যায়’ গানের ভিডিওর মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ‘ঝলক দিখলা যা’ আর ‘ফিয়ার ফ্যাক্টর’ এ তিনি দেখিয়েছেন নিজের মেধার ঝলক। ছোট পর্দার পাশাপাশি ‘লক্ষ্য’ (২০০৪), ‘কাল’ (২০০৫) ‘ধন ধনা ধন গোল’ (২০০৭), ‘সালাম ই ইশক’ (২০০৭) ছবিতে অভিনয় করেছেন তিনি।

#এসএস/বিবি/২৭ ১২ ২০১৯


বিনোদন ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, ডিসেম্বর ২৬, ২০১৯ ১১:৫৪ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!