ডেঙ্গু আক্রান্ত লাখ ছাড়িয়ে...
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, বাংলাদেশে চলতি বছর সংখ্যায় ছাড়িয়ে গেছে এক লাখ। দেশে এডিসবাহিত এই রোগে এমন ঘটনা ঘটলো তৃতীয় দফায়।
সারাদেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬১ জনের।
২১ ডিসেম্বর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪১ জন। নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৫ জন এবং দক্ষিণ সিটিতে ৩৫ জন, খুলনা বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে আট জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন রোগী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ১৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ২৬৯ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। [সূত্র: বাসস]
#তমহ/বিবি/২১ডিসেম্বর২০২৪
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি