বাবা হলেন বাপ্পা মজুমদার
সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল অভিনেত্রী তানিয়া দম্পতির মেয়ে সন্তান জন্ম নিয়েছে । আজ বুধবার সকাল সাড়ে ১০টায় পান্থপথের স্কয়ার হাসপাতালে ভূমিষ্ঠ হয়।
বাপ্পা মজুমদার বলেন, ‘এ সত্যিই ভীষণ আনন্দের অনুভূতি। ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার কাছে আমাদের মেয়ে ও মেয়ের মায়ের জন্য দোয়া চাই।’ তিনি জানান, জন্মের আগে থেকেই প্রাথমিকভাবে মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন তাঁরা।
পারিবারিকভাবে নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। বাপ্পার জনপ্রিয় গানের অনুসারে বন্ধুরা ‘পরী’ নামটিও ঠিক করে রেখেছে।
২০১৮ সালের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার পশ্চিম পান্থপথে তানিয়ার বাসায় এই বাগদান সম্পন্ন হয়। পরে ২৪ জুন একেবারে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় তাঁদের।
#এসএস/বিবি/১৮ ১২ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি