সেরা করদাতা সাকিব খান, ববিতা ও হিরু
দেশজুড়ে চলছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। করদাতারা আগ্রহ নিয়ে আয়কর দাখিল করছেন। অন্য সবার মত কর দিতে এসেছেন অভিনয় শিল্পীরাও। পেয়েছেন শ্রেষ্ঠ করদাতার সম্মাননা।
এবারে সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪২টি ট্যাক্স কার্ড দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যক্তি পর্যায়ে ৭৪টি, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য ক্ষেত্রে ১০টিসহ মোট ১৪২টি ট্যাক্স কার্ড দেয়া হয়েছে।
৭৪জন ব্যক্তি পর্যায়ে শ্রেষ্ঠ করদাতার মধ্যে অভিনেতা অভিনেত্রী ক্যটাগরিতে আছেন সাকিব খান, আনিসুল ইসলাম হিরু, ফরিদা আক্তার ববিতা।
১৪ নভেম্বর রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে ফরিদা আক্তার ববিতার হাতে ট্যাক্স কার্ড তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসময় ববিতার সঙ্গে তার ছোটবোন অভিনেত্রী চম্পাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড মোশারফ হোসেন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি (এমপি) আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ।
#এসএস/বিবি/১৬ ১১ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি