থানায় অভিনেত্রী শবনম ফারিয়া
বর্তমান সময়ের আলোচিত রিয়্যালিটি শো ‘মেনস ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো কে হবে মাসুদ রানা’ অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালনই যেন কাল হয়ে দাড়িয়েছে অভিনেত্রী শবনম ফারিয়ার। অচেনা ফোন নাম্বার থেকে কল আসছে অনবরত। নানা হুমকি দেওয়া ও সেই সাথে ফেসবুকেও বাজে মন্তব্য করা হচ্ছে ।
এসব অভিযোগ জানিয়ে নিরাপত্তাহীনতায় ভোগা শবনম ফারিয়া জিডি করেছেন পল্টন থানায়। সেখানে নালিশ জানিয়েছেন মেহেদী হাসান ফরহাদ নামে এক যুবকের বিরুদ্ধে। ৩ সেপ্টেম্বর জিডিটি করেন ফারিয়া।
জিডিতে অভিনেত্রী উল্লেখ করেন, ‘এক সপ্তাহ আগে আমি ফেসবুকে আজেবাজে কমেন্ট দেখতে পাই। এর চার দিন পর মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামে একটি ফেসবুক আইডি থেকে ‘মেনস ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো কে হবে মাসুদ রানা’ অনুষ্ঠানের ছবি পোস্ট করে এবং আমার ফোন নম্বর ফেসবুকে দিয়ে দেয়। যার ফলে আমার নম্বরে অনবরত ভিন্ন ভিন্ন নম্বর থেকে ফোন আসে।’
ফারিয়া জিডিতে আরও লিখেছেন , ‘অন্যান্য ফেসবুক আইডি থেকেও আমার নামে মিথ্যা প্রচার করা হচ্ছে। এ ঘটনার কারণে আমার মান সম্মানের ক্ষতি হচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
ফারিয়া বলেন, ‘আমার একটাই নম্বর। পরিবার থেকে শুরু করে মিডিয়ার বন্ধুদের সঙ্গে এই নম্বরেই কথা বলি। কিন্তু নম্বরটি পাবলিক হয়ে যাওয়ায় এত বেশি কল আসছে যে, কাজে ব্যাঘাত ঘটছে। নম্বরটি এতই গুরুত্বপূর্ণ যে বদলে ফেলাও সম্ভব নয়।’
এসএস/০৪ ০৯ ১৯/বিবি
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি