‘তানজিল ক্রিয়েশন গ্রুমিং স্কুল’ নিয়ে জনি

‘তানজিল ক্রিয়েশন গ্রুমিং স্কুল’ নিয়ে জনি

পোশাক ডিজাইনার তানজিল জনি পড়াশোনা ও কাজের পাশাপাশি মডেলিংয়ের জন্য স্কুল প্রতিষ্ঠা করলেন। তার প্রতিষ্ঠিত ‘তানজিল ক্রিয়েশন গ্রুমিং স্কুল’ নামে প্রতিষ্ঠানে একজন যোগ্য মডেল হিসেবে গড়ে উঠতে মডেলিংয়ের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ডিজাইনার তানজিল জনি বলেন, ‘আমাদের এখানে অনেক তরুণদের মধ্যে সম্ভাবনা আছে। কিন্তু তারা কাজ করার জন্য ভালো প্লাটফর্ম পাচ্ছে না। অনেকেই বলেন মডেল হতে চাই। মডেলিং করতে হলে তাকে অবশ্যই শিখতে হবে। কীভাবে পোশাক ও নিজেকে উপস্থাপন করতে হবে সেটা জানা না থাকলে কখনই সম্ভব না। এছাড়া মডেলিংয়ের শিক্ষণীয় নানা দিক রয়েছে এগুলো জানতে হবে।’

জনি বলেন, আমার স্কুলে প্রতি সেশনে তিন মাসের জন্য ক্লাস থাকবে। ক্লাস নিবেন দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির সিনিয়র শিক্ষক ও প্রতিষ্ঠিত শিল্পীরা। ক্লাস শেষে প্রশিক্ষিতদের বিভিন্ন ব্র্যান্ডের পোশাক হাউজ, টিভি ও পত্রিকাতে মডেল হিসেবে কাজের সুযোগ করে দেওয়া হবে।’

যেসব বিষয়ের উপর ক্লাস নেওয়া হবে র‍্যাম্প ওয়াক, এক্সপ্রেশন, মেকআপ টিউটোরিয়াল, ত্বক বিষয়ে সচেতনতা, ফ্যাশন ও স্ট্যাইল সম্পর্কে সচেতনতা, কালার ও পোশাক সম্পর্কে ধারণা, কচটিউম ও প্রপ্স নাচ, ইয়োগা, ফিটনেস ধারণ, ক্যামেরার সামনে অভিনয়, আচরণগত কৌশল উন্নয়ন, আলোর প্রক্ষেপণ ও ফটোগ্রাফি ধারণা

প্রথম সেশনের ভর্তি হওয়ার শেষ সময় ২৭ মার্চ। ক্লাস শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে। অনলাইনে ‘তানজিল ক্রিয়েশন’স গ্রুমিং স্কুল’ লিখে সার্চ দিলে যোগাযোগসহ যাবতীয় তথ্য পাওয়া যাবে।

উল্লেখ্য, পোশাক শিল্পী জনি ইতিমধ্যে ডিজাইনার ও কোরিওগ্রাফার হিসেবে নিজেকে শক্ত অবস্থানে দাড় করিয়েছেন। বিভিন্ন মিউজিক ভিডিওর পোশাকের ডিজাইন করাসহ অনেক ফ্যাশন হাউজের ডিজাইনার হিসেবে কাজ করছেন। শিক্ষা নিয়েছেন নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের প্রথম সারির সব ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফারদের কাছ থেকে।

#এসকেএস/বিবি/১৩ ০৩ ২০২০


বিনোদন ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, মার্চ ১২, ২০২০ ১০:০৪ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!