চলচ্চিত্র নির্মাণে মান্না পুত্র
প্রয়াত চিত্রনায়ক মান্নার পুত্র সিয়াম ইলতেমাস নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন। পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্রের ব্যানারে তিনি সিনেমা নির্মাণ করবেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে মিডিয়া টেকনোলজি অ্যান্ড ফিল্ম স্টাডিজে পড়াশোনা করছেন সিয়াম।
বছরখানেকের মধ্যে তিনি পড়াশোনা শেষ করে দেশে ফিরে কৃতাঞ্জলি কথাচিত্রের ব্যানারে চলচ্চিত্র নির্মাণে মনোযোগী হবেন বলে গ্লিটজকে জানান মান্নার স্ত্রী শেলী মান্না।
মাঝে সিয়ামের চলচ্চিত্রে অভিনয়ের খবর বিভিন্ন গণমাধ্যমে এলেও অভিনয়ের চেয়ে নির্মাণেই বেশি আগ্রহী সিয়াম; নির্মাণের পাশাপাশি ফটোগ্রাফিতেও ঝোঁক আছে তার।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তার বাবা মান্নার মৃত্যুর পর একদমই আড়ালে চলে যান সিয়াম। পড়াশোনার সুবাদে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বাস করছেন তিনি। কয়েক মাস আগে কৃতাঞ্জলি কথাচিত্রের ‘জ্যাম’চলচ্চিত্রের মহরতে সবশেষ দেখা গিয়েছিল তাকে।
#এসএস/বিবি/১০ ১০ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
বিশ্ব ডেস্ক, বিবি