‘ন ডরাই’য়ে আপত্তি

‘ন ডরাই’য়ে আপত্তি

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড আপত্তি তুলেছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘ন ডরাই’ নিয়ে। মূলত বেশ কিছু সংলাপের কারণে আপ্ততি করা হয়েছে ।

সেন্সর বোর্ডের সদস্যরা ১৮ নভেম্বর ছবিটি দেখেছেন; চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছবির বেশ কিছু সংলাপ অন্য অঞ্চলের মানুষের কাছে আপত্তিকর মনে হতে পারে বলে পর্যবেক্ষণে জানিয়েছে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর।

তিনি বলেন, “রোববারের দিকে চিঠি পাঠিয়ে প্রযোজকদের বিষয়টি অবহিত করব। সংলাপগুলো ঠিকঠাক করে আবার আমাদের কাছে ছবিটি জমা দিলে আবার দেখে সিদ্ধান্ত জানাবো।” স্টার সিনেপ্লেক্সের কর্তাব্যক্তি মাহবুব রহমানের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। বিষয়টি নিয়ে প্রযোজক ও পরিচালক কারও বক্তব্য পাওয়া যায়নি।

২৯ নভেম্বরে মুক্তির পরিকল্পনার কথা সপ্তাহ দুয়েক আগে জানিয়েছিলেন অংশু; তবে সেন্সরের জটিলতায় নির্ধারিত সময়ে ছবিটি মুক্তি নিয়ে শঙ্কা তৈরি হলো।ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেবের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ ছবির চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সাঈদ বাবু, শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল প্রমুখ।


বিনোদন ডেস্ক, বিবি
Published at: শুক্র, নভেম্বর ২২, ২০১৯ ৯:৪৯ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!