শুরু হলো মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র উৎসব

শুরু হলো মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র উৎসব

শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে শুরু হলো মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র উৎসব। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে আজ রোববার থেকে শুরু হলো এই আয়োজন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত উৎসবের শিরোনাম ‘ইভ্যালি সেলুলয়েডে ৭১’। উৎসবে বিনা দর্শনীতে দর্শকেরা দেখতে পাবেন মুক্তিযুদ্ধভিত্তিক সাতটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। পূর্ণদৈর্ঘ্য ছবির সঙ্গে থাকবে প্রামাণ্যচিত্র প্রদর্শনী। ২১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

আজ উৎসব উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস দেশে বিদেশে ছড়িয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্বাধীনতাবিরোধীদের পরিচয় তুলে ধরা মুক্তিযোদ্ধাদের নৈতিক দায়িত্ব।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় উৎসবে প্রদর্শন করা হবে মুক্তিযুদ্ধবিষয়ক সাতটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এগুলো হলো চাষী নজরুল ইসলামের ‘ওরা ১১ জন’, সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’, আলমগীর কুমকুমের ‘আমার জন্মভূমি’, হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’, নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ ও তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’। এ ছাড়া উৎসবে প্রদর্শন করা হবে প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, ‘সেই রাতের কথা বলতে এসেছি’, ‘দেশে আগমন’ ও ‘নট আ পেনি নট আ গান’।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কাজী শহিদ ইসলাম, উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন, এস এস কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা শওকত হাসান মিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল্লাহ সুমন, গ্রিনল্যান্ড গ্রুপের চেয়ারম্যান আবদুল হাই, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার, চলচ্চিত্র অভিনেত্রী শাহনূর প্রমুখ।

আয়োজকেরা জানিয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্রের প্রতি সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের আগ্রহ তৈরির লক্ষ্যে বিনা মূল্যে চলচ্চিত্র দেখে র‌্যাফেল ড্রর মাধ্যমে পুরস্কারে ব্যবস্থা রয়েছে এ উৎসবে। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে পাঁচজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।


বিনোদন ডেস্ক, বিবি
Published at: শনি, ডিসেম্বর ১৪, ২০১৯ ৭:৫৫ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!